রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের সভা

0

সিটি নিউজঃ রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের উদ্যোগে গত ২০ সেপ্টেম্বর রাউজান জগৎপুর অনাথ আশ্রম গীতা বিদ্যাপীঠে নানা কর্মসূচি পালিত হয়। বন্দর পূজা মন্দির পরিচালনা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচিতে ছিলো দরিদ্র নারায়ণ সেবা, গীতা পাঠ, অনাথদের মাঝে খাবার বিতরণ, ধর্মীয় সংগীতানুষ্ঠান ও আলোচনা সভা।

স্বামী পূর্ণানন্দ ছাত্রাবাসের রানু প্রভা-অশ্বিনী বিশ্বাস মিলনায়তনে প্রথম পর্বের ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকাল ৩ টায় বন্দর পূজা মন্দির পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক সুমন দত্তের সভাপতিত্বে এবং গীতা প্রশিক্ষক টিটু কুমার দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বন্দর কর্মচারী পরিষদের কার্যকরী সদস্য আশীষ কান্তি মুহুরী।

এতে ভাগবতীয় বক্তা ছিলেন ডা. নীতিশ চক্রবর্তী, সংবর্ধিত অতিথি ছিলেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহসম্পাদক কাঞ্চন মহাজন, বিশেষ অতিথি ছিলেন ডা. গৌরপদ নাথ, বন্দর পূজা মন্দির পরিচালনা পরিষদের কর্মকর্তা সঞ্জয় কুমার দে, বিজন আইচ, সম্রাট দত্ত, রিটন দাশ, মুকুল দাশ, বাসুদেব চৌধুরী, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের কর্র্মকর্তা প্রবীর তালুকদার, ব্যবসায়ী সমর দে, সমাজসেবক দীপংকর দে, পূর্ণানন্দ চৌধুরী, ব্যবসায়ী সুজন দেব প্রমুখ। পরে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.