আতাউর রহমান খান কায়সার ছিলেন ক্ষণজন্মা পুরুষ : অর্থমন্ত্রী

0

সিটি নিউজ,চট্টগ্রাম : বাংলাদেশ আওয়ামী লীগ এর সাবেক প্রেসিডিয়াম সদস্য জননেতা মরহুম আতাউর রহমান’র আজ বুধবার ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর এলজিইডি অডিটোরিয়াম মিলনায়তনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এর যৌথ উদ্যোগে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মফিজুর রহমান এর সঞ্চালনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

এতে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম.এ সালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো: ইদ্রিস, আবুল কালাম চৌধুরী, আলতাফ হোসেন বাচ্চু এড. আ.ক.ম সিরাজুল ইসলাম, আবু সাঈদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক বদিউল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক শাহ্জাদা মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শামীমা খানম লুবনা।

প্রধান অতিথি বলেন, মাননীয় অর্থমন্ত্রী জনাব আ.হ.ম মোস্তফা কামাল এমপি বলেন, আতাউর রহমান খান কায়সার রাজনৈতিক জীবনের এক ক্ষণাজন্মা মহাপুরুষ, আতাউর রহমান খান কায়সার মানুষের কল্যাণে কাজ করতেন। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে রাজনীতি করছেন তিনি- সে স্বপ্নের সারথী। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বস্থ সহকর্মী হিসেবে কাজ করে গেছেন। আতাউর রহমান খান কায়সার রাজনীতির অনুসরণীয় ও অনুকরণীয় একজন পুরুষ। তিনি আরো বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের প্রবৃদ্ধি জিডিপি’র হাত উ”চতর এর দিকে। তিনি যুবলীগ, ছাত্রলীগ এর উদ্দেশ্যে বলেন, যারা যুবলীগ ও ছাত্রলীগ করে তাদের দায়-দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এমন কোন কাজ করা যাবে না, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। যারা অসুস্থ প্রতিযোগিতায় নেমেছে তারা সফল হবে না। দেশপ্রেমিক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্মীরাই সফল হবে।

প্রধান বক্তা আমিনুল ইসলাম আমিন তার বক্তৃতায় প্রয়াত নেতা কায়সারের ত্যাগের শ্রদ্ধা নিবেদন করে বলেন, আওয়ামী লীগ নেতাদের ত্যাগের ফলে বাংলাদেশ আওয়ামী লীগ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছ। তিনি ১/১১ এর কায়সার ভাই এর ভূমিকা স্মৃতিচারণ করেন।

এতে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এর এ.কে.এম আব্দুল মতিন, প্রদীপ দাশ, বোরহান উদ্দিন এমরান, এডভোকেট জহির উদ্দিন, এড. মির্জা কচির, খোরশেদুল আলম, আব্দুল কাদের সুজন, নাছির আহম্মদ চেয়ারম্যান, সিদ্দীক বিকম, বিজয় কুমার বড়ুয়া, আবুল কালাম আজাদ, মাহাবুবুর রহমান সিবলী।

মহানগর আওয়ামী লীগ এর শফিকুল ইসলাম ফারুক, শফিক আদনান, নোমান আল-মাহমুদ, দিদারুল ইসলাম (আবহনী), বদিউল আলম (সাবেক কমিশনার), উত্তর জেলা আওয়ামী লীগ এর বেদারুল আলম চৌধুরী, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ এর সভাপতি দিলুআরা ইউসুফ, সৈয়দা রিফাত আকতার নিশু, চটগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বে”ছাসেবক লীগ এর সভাপতি মোহাম্মদ জোবায়ের, দক্ষিণ জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক কাজী শারমিন সুমি, সুম্মিতা বড়ুয়া প্রমুখ।

উল্লেখ্য,জননেতা আতাউর রহমান কায়সার ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, রাষ্ট্রদূত, এম.এন এ ও গণপরিষদের সদস্য।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.