স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেড এর সতর্কীকরণ বিজ্ঞপ্তি

0

চট্টগ্রাম অফিস : এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কামরুল হোসেন, সাবেক ব্যবস্থাপক (অপারেশন), পিতা- জনাব সুলতান আহম্মেদ, ফ্ল্যাট নং # এ-১১, ইকুইটি ভিলেজ, ৭ কাতালগঞ্জ রোড, মির্জাপুল, মুরাদপুর, চট্টগ্রাম।

মোঃ বেলায়েত হোসেন, সাবেক ব্যবস্থাপক (হিসাব), পিতা- মরহুম আবদুল কাদের, গ্রাম- লাঙ্গলমোড়া, ডাকঘর- দৌলতপুর, থানা- ছাগলনাইয়া, জেলা-ফেনী।

মোঃ আতিকুর রহমান, সাবেক সহ: ব্যবস্থাপক(হিসাব), পিতা-মোঃ মজিবুর রহমান, গ্রাম-নাজিরপুর, ডাকঘর-এনপি স্কুল, থানা- মুলাদি, জেলা-বরিশাল।

এবং সজিব দাশ গুপ্ত, সাবেক কর্মকর্তা(বিক্রয়), পিতা- সুধীর রঞ্জন দাশ গুপ্ত, গ্রাম-চন্দ্রঘোনা, ডাকঘর- খোন্দকার পাড়া, থানা-রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম।

উপরোক্ত ব্যক্তিগন আমার মক্কেল স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেড ( saocl ) এ গুরুত্বপূর্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন। দায়িত্ব পালনকালীন সময়ে তাদেরকে প্রাতিষ্ঠানিক শৃংখলা ভংগ, অর্থ আত্মসাৎ, বিভিন্ন অনিয়ম ও কোম্পানীর স্বার্থবিরোধী কর্মকান্ডে যুক্ত থাকায় তাদেরকে আমার মক্কেল কোম্পানি হইতে অব্যাহতি প্রদান করেন।

তাদের বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে আমার মক্কেল ইতিপূবে চট্টগ্রাম আদালতে এন.আই এ্যাক্ট,সি.আর এবং মানিস্যুটসহ বিভিন্ন মামলা দায়ের করিয়াছেন এবং আরো কতেক মামলা দায়ের এর প্রক্রিয়াধীন রহিয়াছে।

বেলায়েত হোসেন এর বিরুদ্ধে মামলা সমূহঃ সি.আর মামলা নং-২২০/১৯, সি.আর মামলা নং-২২১/১৯, সি.আর মামলা নং-২২২/১৯, সি.আর মামলা নং-২৪৩/১৯, সি.আর মামলা নং-২৪৪/১৯, সি.আর মামলা নং-২৪৫/১৯, এস.টি-৬১১/১৯, এস.টি-৬১২/১৯, এস.টি-৬১৫/১৯, মানি মোকাদ্দমা নং  ১৬/১৯, মানি- ১৭/১৯, মানি- ১৮/১৯, মানি- ৮/১৯, মানি- ৯/১৯, মানি- ১০/১৯ নং মামলা বিচারাধীন আছে।

কামরুল হোসেন এর বিরুদ্ধে মামলা সমূহঃ- সি.আর মামলা নং-২২০/১৯, সি.আর মামলা নং-২২১/১৯, সি.আর মামলা নং-২২২/১৯, সি.আর মামলা নং-১৬৯/১৮, সি.আর মামলা নং-২৪৩/১৯, সি.আর মামলা নং-২৪৪/১৯, সি.আর মামলা নং-২৪৫/১৯, মানি মোকাদ্দমা নং ১২/১৯, মানি- ১৬/১৯, মানি- ১৭/১৯, মানি- ১৮/১৯ নং মামলা বিচারাধীন আছে।

আতিকুর রহমান এর বিরুদ্ধে মামলা সমূহঃ সি.আর মামলা নং-২২০/১৯, সি.আর মামলা নং-২২১/১৯, সি.আর মামলা নং-২২২/১৯, সি.আর মামলা নং-২৪৩/১৯, সি.আর মামলা নং-২৪৪/১৯, সি.আর মামলা নং-২৪৫/১৯, এস.টি-৬১০/১৯, এস.টি-৬২৯/১৯, মানি- ১৬/১৯, মানি- ১৭/১৯, মানি- ১৮/১৯, মানি- ৬/১৯, মানি- ৭/১৯ নং মামলা বিচারাধীন আছে।

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেড এর ব্যবসায়ী, শুভাকাংক্সক্ষী, গ্রাহক, ডিলারসহ স্বার্থসংশ্লিষ্ট সকলকে উক্ত ব্যাক্তিদ্বয়ের সাথে কোন প্রকার দাপ্তরিক যোগাযোগ বা আর্থিক লেনদেন না করার জন্য সকলকে অনুরোধ করা হইল।

এ্যাডভোকেট শুভাগত চৌধুরী,কোম্পানী রিটেইনার,জজ কোর্ট, আদালত ভবন,কোর্ট হিল,চট্টগ্রাম।বিজ্ঞপ্তি ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.