রাউজানে ভুমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর

0

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজান উপজেলায় ৪০ ভূমিহীন পরিবারের মাঝে আশ্রয়ন প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

আজ ১০ অক্টোবর বৃহস্পতিবার বেলা দুইটার দিকে কদলপুর আশ্রয়ন প্রকল্পের ঘরের চাবিগুলো ভূমিহীন পরিবারের সদস্যদের হাতে তুলে দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। এ সময় রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম উদ্দিন উপস্থিত ছিলেন।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, যাদের জমি আছে ঘর নেই তাদের মাঝে ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। একই এলাকায় আরো একটি আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। রাউজানের সাংসদ এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছেন। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পটি পাস হবে।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিগত বছরে রাউজানে ২৫২ গৃহহীন পরিবারের মাঝে একটি করে ঘর বুঝিয়ে দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.