বিএনপি নেতা হাফিজের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

0

সিটি নিউজ ডেস্ক :  বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) গতকাল শনিবার আটক করেছে পুলিশ। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির এই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

রোববার সকালে রিমান্ড আবেদন চেয়ে হাফিজকে আদালতে তোলা হয়েছে বলে জানান পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মাবুদ।

পরিদর্শক আব্দুল মাবুদ বলেন, ৭ দিনের রিমান্ড চেয়ে হাফিজউদ্দিন আহমেদকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে একই মামলায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত কর্নেল মুহাম্মদ ইসহাক মিয়ানকে শনিবার ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৭/৩১/৩৫ ধারায় পল্লবী থানায় র‌্যাবের দায়ের করা মামলায় এ দুজনকে শনিবার গ্রেপ্তার করে পুলিশ। তারা ই-মেইলে বিভিন্ন সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর, বানোয়াট ও উদ্দেশ্যমূলক কথা-বার্তা আদান-প্রদান করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.