আবারো আক্রান্ত সাংবাদিক : তীব্র নিন্দা প্রতিবাদ

0

রিয়াজ হায়দার চৌধুরী : পেশাগত দায়িত্ব পালন কালে আবারো আক্রান্ত হলেন সাংবাদিক ! ২০ অক্টোবর রোববার হাটহাজারীতে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হেফাজত ইসলাম হামলা চালিয়েছে। সাংবাদিকদের জিম্মি করে পৈশাচিক উল্লাস করে হামলাকারীরা।

প্রত্যক্ষদর্শী সহ গণমাধ্যমের সহকর্মীরা জানান,হেফাজত ক্যাডাররা হামলা করেন ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার শহীদুল সুমন ও ক্যামেরাপার্সন পারভেজ রহমানকে। হেফাজত ক্যাডারদের ধাওয়ায় এক পর্যায়ে সাংবাদিকরা একটি পাম্পে আশ্রয় নেন।

এসময় ক্যাডারারা ওই পাম্পে প্রায় আধঘন্টা অবরুদ্ধ করে রাখে সাংবাদিকদের। পরে পুলিশ সুপার নুরে আলম মিনাকে বিষয়টি জানানো হলে তিনি পুলিশ ফোর্স নিয়ে ওই পাম্প ঘর থেকে সাংবাদিকদের উদ্ধার করেন।

নরকীয় এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। হামলাকারীদের শনাক্ত করে অবিলম্বে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহবান জানাই।চট্টগ্রামের হাটহাজারীর হেফাজত ইসলামীর দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানাই,পবিত্র ধর্ম ইসলামের
শান্তির বাণী অনুধাবন করুন । ইসলাম কখনো সংঘাত-সংঘর্ষ হানাহানি রক্তপাত পৈশাচিকতা ও তাণ্ডবকে প্রশ্রয় দেয় না ।
গণমাধ্যমের সহযোদ্ধাদের কাজে সহায়তা করতে হেফাজতে ইসলামসহ সবার প্রতি অনুরোধ রইল।

-রিয়াজ হায়দার চৌধুরী,
সহ-সভাপতি,বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন
(সাবেক সভাপতি / সাধারণ সম্পাদক /সাংগঠনিক সম্পাদক,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে)

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.