চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0

সিটি নিউজঃ দৈনিক দিনকালের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো’র উদ্যোগে শুভেচ্ছা বিনিময় ও বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালী বের করে চেরাগী পাহাড় এসে শেষ হয়। পরে নগরীর চেরাগী পাহাড়স্থ লুসাই ভবন ব্যুরো অফিসে কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুলের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দৈনিক ও অনলাইন পত্রিকার সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবদুল হান্নান জিলানী।

এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সদস্য সাথী উদয় কুসুম বড়–য়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান, কেন্দ্রীয় কৃষকদলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম এ হালিম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শেখ মো. মহিউদ্দীন, নগর বিএনপির সহ-সভাপতি এম.এ আজিজ, পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া, মীরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুল আমিন,

নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক হামিদ হোসেন, বাণিজ্য সম্পাদক হেলাল চৌধুরী, ছাত্র সম্পাদক মাঈনুদ্দীন মো. শহীদ, কোতোয়ালী থানার সভাপতি মনজুর রহমান চৌধুরী, উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি কাজী মো. সালাহউদ্দীন, হাটহাজারী পৌরসভা বিএনপির সভাপতি জাকের হোসেন, নগর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, সহ-প্রচার সম্পাদক খোরশেদ আলম কুতুবী, নগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ফাতেমা বাদশা, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, সহ-শ্রম সম্পাদক আবু মুছা, সহ-গ্রাম সরকার সম্পাদক সালাউদ্দীন লাতু, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য আমিনুল ইসলাম, শামসুল আলম টগর, রেডিও টুডে’র সালেহ নোমান, জাহিদুল হক, আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান কামাল পারভেজ, বাংলাদেশ টুডে’র সোহেল, নগর বিএনপির সদস্য ইউসুফ সিকদার প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.