ছিনতাইকারীর ককটেলে আহত ব্যক্তির মৃত্যু

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকায় ছিনতাইকারীর ছোঁড়া ককটেল বিস্ফোরণে আহত সত্যগোপাল ভৌমিক (৫০) মারা গেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত এএসআই পংকজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মাঝিরঘাটের ব্যবসা প্রতিষ্ঠান সাহা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সত্যগোপাল ভৌমিক রিক্সা নিয়ে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন।

এসময় ছিনতাইকারীদের প্রতিরোধে জনতা এগিয়ে এলে তারা ককটেলের বিস্ফোরণ ঘটায়। নিজেদের ককটেলে দুই ছিনতাইকারী নিহত হয়।

ছিনতাইকারী দলের আরও চার সদস্য এবং সত্যগোপাল ভৌমিককে আহত অবস্থায় চমে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাই হওয়া পাঁচ লাখ ৪০ হাজার টাকা, দুইটি অস্ত্র এবং ১৬ রাউন্ড গুলি উদ্ধার করে। ছিনতাইকারীদের ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।

এ ঘটনায় সদরঘাট থানায় তিনটি মামলা দায়ের হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.