জামালখানে সিডিএর অবৈধ দখল উচ্ছেদ অভিযান

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর জামাল খান এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বিভিন্ন নালা নর্দমা দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে এ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। সেনাবাহিনীর সহায়তায় নগরীর জামালখানে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে সিডিএ।

সিডিএর নির্বাহী প্রকৌশলী বলেন, খালের ওপর অবৈধভাবে গড়ে উঠা প্রায় ১০০টি স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। স্থাপনার মধ্যে নামদামি অনেক টাওয়ার ও রেস্টুরেন্টও আছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৯ এপ্রিল চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে গৃহীত মেগা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সিডিএ’র সমঝোতা চুক্তি সই হয়।এরপর সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর নগরের বিভিন্ন এলাকার খালের উভয় পাশে রিটেইনিং ওয়াল, রাস্তা নির্মাণ ও নিচু ব্রিজগুলো ভেঙে উঁচু করার কাজ শুরু করে। পাশাপাশি খাল থেকে ময়লা পরিষ্কার কার্যক্রমও শুরু করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.