পদদলনের ঘটনায় ২ জনের খোঁজ মিলেছে

0

সিটিনিউজবিডি : মিনায় পদদলিত হয়ে ৭১৯ জন হাজি নিহতের ঘটনায় সিরাজগঞ্জের এক দম্পতির খোঁজ পেয়েছেন স্বজনরা।

মর্মান্তিক এ ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে অনেকের স্বজনের খোঁজ না পাওয়ার কথা জানা যায়। শনিবার সকাল পর্যন্ত এ সংখ্যা দাঁড়ায় ১৮তে। তবে বেলা পৌনে ১১টার দিকে নিখোঁজ তালিকায় থাকা এক দম্পত্তির খোঁজ পাওয়া গেছে বলে জানা যায়। তারা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন তামাই গ্রামের আব্দুল মজিদ প্রামাণিক (পাসপোর্ট নং- বিই ০৫৬২১১০) ও তার স্ত্রী নাসিমা বেগম (পাসপোর্ট নং- বিই ০৫৬২১১০)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে তারা বাংলাদেশে থাকা আত্মীয়দের কাছে ফোন করেন।

আব্দুল মজিদ প্রামাণিকের শ্যালক ইসমাইল মুসল্লি শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে তাদের সঙ্গে যোগাযোগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নিখোঁজ বাকি ১৬ জনের নাম- শাহেদা কাওসার (৪৮), বেহতারিন ইশরাত (৪৪), তামান্না বিনতে খালেদ (৩৬), সামসুন্নাহার মজুমদার (৭০), জাহিদুল ইসলাম ভূঁইয়া (৪০), আব্দুল মজিদ (৭০), নূর জাহান, হাবিবুর রহমান ও তার স্ত্রী হাজেরা খাতুন, হেলাল উদ্দীন (৪০), সাভারের পৌর কাউন্সিলর আমিনুর রহমান ও তার স্ত্রী, সেলিনা বেগম (৪০), মো. মুজিবুর রহমান (৬০), খালেদা আক্তার (৩৫) এবং মো. মোস্তফা কামাল (৪৩)।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.