শাহ আমানতে কুয়াশার কারণে শিডিউল বিপর্যয়

0

সিটি নিউজঃ চট্টগ্রাম হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠানামা প্রায় পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে। দীর্ঘ পাঁচ ঘন্টা বন্ধ থাকায় বিপর্যয় ঘটেছে প্লেনের শিডিউলে। ফলে ভোগান্তির শিকার হন বিভিন্ন বিমানের যাত্রীরা। ঘন কুয়াশার কারণে শিডিউল বিপর্যয় হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর ট্রাফিক বিভাগ।

বিমানবন্দরের ট্রাফিক বিভাগ জানায়, আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার পর কুয়াশা কিছুটা কমে এলে প্লেন ওঠানামা স্বাভাবিক হয়। এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট প্রথমে অবতরণ করে। এর আগে সকালে শাহ আমানত বিমানবন্দরে কুয়াশার কারণে বন্ধ রাখা হয় প্লেন চলাচল ।

জানা গেছে, প্রতিদিনই কুয়াশার কারণে শিডিউলে সমস্যা হচ্ছে। সম্ভব হচ্ছে না সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার আগে বিমান বন্দরের কার্যক্রম চালু করা। এতে বিঘ্ন ঘটছে প্লেনের স্বাভাবিক শিডিউলে।

বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার-ই-জামান বলেন, ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে ভিজিবিলিটি কমে যাওয়ায় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছিল প্লেনের ওঠানামা। সকাল ১০টার পর প্লেন ওঠানামা স্বাভাবিক হয়েছে।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.