প্রাইম মুভারদের লাইসেন্স দেয়ার দাবীতে ধর্মঘটের ডাক

0

সিটি নিউজঃ চট্টগ্রামে ২৮২ জন প্রাইম মুভার ট্রেইলার চালকসহ অন্য চালকদের সরাসরি পরীক্ষা নিয়ে ভারী শ্রেণির লাইসেন্স দেয়ার দাবিতে ২৪ ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন। আগামী ৩০ জানুয়ারী এ কর্মবিরতি পালন করবে।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাইন উদ্দিন।

তিনি বলেন, আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কর্মবিরতি চলবে। প্রাইম মুভার ট্রেইলার চালক ও সহযোগীসহ সব পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র ও ছবিসহ পরিচয়পত্র দেয়ারও দাবিও জানানো হয়।

চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিকী লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে ৩০ জানুয়ারির আগে ভারী লাইসেন্স সমস্যার সমাধান না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন পরিবহন শ্রমিক নেতারা।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাইন উদ্দিন। ‍আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা, সাধারণ সম্পাদক অলি আহমদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা, চট্টগ্রাম ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবদুস সবুর, পরিবহন শ্রমিক নেতা মো. জামাল রশিদ প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.