চবিতে ২লাখ ১১ হাজার ভর্তির আবেদন জমা

0

শিক্ষাঙ্গণ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৫-১৬ শিক্ষা বর্ষের বিভিন্ন বিভাগে ভর্তি হতে ২ লাখ ১১ হাজার শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে। তবে প্রাথমিক হিসাব মতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ হিসাব দিলেও শেষ চূড়ান্তভাবে এর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। সে হিসেবে অনার্স ১ম বর্ষ ভর্তি যুদ্ধে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ৪৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ১০টি ইউনিটের অধীনে এ বছর রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের শেষ সময় গতকাল (৩০ সেপ্টেম্বর) রাত ১২টায় শেষ হয়। ভর্তি পরীক্ষা আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সচিব এস এম আকবর হোসাইনের কাছে আবেদনের পূর্ণাঙ্গ ফলাফল জানতে সকালে ১২টার দিকে সাংবাদিকরা গেলেও তাকে অফিস কক্ষে পাওয়া যায়নি পরে অনেকবার ফোন দেয়া হলেও তিনি কোনো সাংবাদিকের ফোন রিসিভ করেননি বলে চবিতে কর্মরত একাধিক সাংবাদিক অভিযোগ করেছেন।

বিশ্ববিদ্যালয় একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার রশিদুল হায়দার প্রাথমিকভাবে জানান, এ বছর বিশ্ববিদ্যালয়ের ১০টি ইউনিটের অধীনে মোট ৪ হাজার ৬৬৩ টি আসনের বিপরীতে আবেদন করেছে ২ লাখ ১১ হাজার । টেলিটক অপারেটরের কিছু সম্যাসার কারণে সব তথ্য না পাওয়াই এ সংখ্যা আরও বাড়বে এবং পরে জানাবে বলেও তিনি জানান ।

তিনি আরও জানান, মোবাইল অপারেটর টেলিটক আবেদনকারীদের ফরম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জমা দিলে তা যাচাই বাছাই করে আসন বিন্যাসের পর প্রবেশপত্র গ্রহণের তারিখ ঘোষণা করা হবে। আবেদনকারীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রবেশপত্র গ্রহণের মেয়াদ জানিয়ে দেয়া হবে বলে তিনি জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.