পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত

0

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে এক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। রাজধানী ইসরামাবাদের কাছে বুধবার সকালে মহড়ায় অংশ সময় ভেঙে পড়ে এফ-১৬ যুদ্ধবিমানটি।

আজ বুধবার (১১ মার্চ) সকালে রাজধানীতে বিমান মহড়া হচ্ছিলো। এসময় ইসলামাবাদের পাহাড়ি এলাকা শকরপারিয়ানে বিধ্বস্ত হয় ওই যুদ্ধবিমানটি। এতে ঘটনাস্থলেই উইং কমান্ডার নৌমান আকরাম নিহত হয়েছেন।

স্থানীয় সংবাদ মাধ্যম ডন জানাচ্ছে, আগামী ২৩ মার্চ প্যারেড উপলক্ষে এ মহড়া চলছিল। তবে তাৎক্ষণিকভাবে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। কারণ খুঁজে বের করার জন্য নির্দেশ দিয়েছে পাকিস্তান বিমান বাহিনী।

খবরে বলা হয়েছে, আজ বুধবার সকালে পাকিস্তান বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেনা ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। এই মুহূর্তে উদ্ধার অভিযান চলছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.