শুল্ক ফাঁকির চেষ্টাঃ সুইট কর্ণের বদলে আনা হলো চকলেট

0

সিটি নিউজঃ চট্টগ্রাম কাস্টমস চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আনা ১৩ হাজার ২৫৮ কেজি চকলেট ও ‘ল্যাকটোজেন’ ব্র্যান্ডের শিশুখাদ্যের পৃথক দুটি চালান আটক করেছে ।

আজ বুধবার (১১ মার্চ) চট্টগ্রাম বন্দরে কায়িক পরীক্ষার সময় শুল্ক ফাঁকি দিয়ে এই বিপুল চকলেট ও শিশুখাদ্য দেশে আনার বিষয়টি নিশ্চিত হয় চট্টগ্রাম কাস্টমসের অডিট শাখা।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার নূর এ হাসনা সানজিদা অনসূয়া জানান, আইজিএমে ‘সুইট কর্ণ অ্যান্ড অলিভ’ এর ঘোষণা দিয়ে ৪০ ফুট দীর্ঘ একটি কনটেইনারে আনা হয়েছে তুর্কির অ্যাসোরটেড চকলেট।

একই ঘোষণায় আনা আরও একটি কনটেইনারে মিলেছে ‘ল্যাকটোজেন’ ব্র্যান্ডের শিশুখাদ্য। এই দুটি চালানের মাধ্যমে আমদানিকারক বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টা করেছেন।

তিনি বলেন, প্রথম কনটেইনারে মিলেছে ১৩ হাজার ২৫৮ কেজি চকলেট। এ দুটি ঘটনায় কাস্টমস আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.