নির্মাণ কাজে চাঁদাবাজি অনিয়ম নিম্নমান বরদাশত করা হবে নাঃ মোছলেম উদ্দিন

0

সিটি নিউজঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার শিক্ষাক্ষেত্রে বিপ্লব সাধন করা। এটি সম্ভব হবে আমাদের সম্মিলিত প্রচেষ্টায়। দেশে সৃজনশীল পদ্ধতির লেখাপড়ায় নকলের কবর হয়েছে। তবে দুঃখজনক, আগের সেই শিক্ষা গ্রহণ ও প্রদান নেই। শক্ত ভিতের নতুন বিল্ডিং হচ্ছে অপরপক্ষে শিক্ষা হচ্ছে নড়বড়ে। তাই বলব, বিল্ডিং হলে হবে না শিক্ষার মানোন্নয়ন চাই।

তিনি বলেন, নির্মাণ কাজে কোনো চাঁদাবাজি অনিয়ম নিম্নমান বরদাশত করা হবে না।

আজ ১৫ মার্চ রবিবার বিকেলে ঐতিহ্যবাহী কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনকালে একথা বলেন।

এসময় তিনি কলেজের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং পর্যায়ক্রমে তা নিরসন করার আশ্বাস দেন। তিনি কলেজের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

এতে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, ত্রাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহিন, স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ ড. পার্থ প্রতীম ধর, সাবেক অধ্যক্ষ প্রফেসর সাগর কান্তি দে, সহকারী অধ্যক্ষ নুরুল আলম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান কাজল দে, শিক্ষক পরিষদের সম্পাদক জামাল উদ্দিন মুক্তিযোদ্ধা মো. হারুন মিয়া, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন পাপ্পু, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম- আহবায়ক মোঃ তারেকুল ইসলাম, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ মহিন, কলেজ ছাত্রলীগের সভাপতি সঞ্জয় ভঞ্জ, সাধারণ সম্পাদক এস.এম.কাজেম, ছাত্রনেতা বোরহান উদ্দিন বাবলু, মোঃ হেলাল, রাশেদুল হাছান প্রমুখ।

উল্লেখ্য যে, প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যায়ে এ ভবনটি নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.