সাতকানিয়াকে ‘লকডাউন’ ঘোষণা

0

সাতকানিয়া প্রতিনিধিঃ করোনা সংক্রমণ ঠেকাতে সাতকানিয়া উপজেলাকে আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। ১টি পৌরসভা ও ১৭ ইউনিয়ন আজ থেকে লকডাউন থাকবে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে-এ-আলম এ ঘোষণা দেন। তিনি বলেন, আজ সন্ধ্যা ৬টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সাতকানিয়ার ৯টি এন্ট্রি পয়েন্ট আজ থেকে বন্ধ থাকবে।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে সাতকানিয়া উপজেলা মিলনায়তনে করোনা পরিস্থিতি নিয়ে এক জরুরি সভা থেকে এই নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য-খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী লকডাউনের আওতামুক্ত থাকবে।

এই সময় উপস্থিত ছিলেন সাতকানিয়ায় দায়িত্বপ্রাপ্ত মেজর মশিউর রহমান, সহকারি কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম, সাতকানিয়া থানার অফিসার ইনচাজ (ওসি) মোহাম্মদ শফিউল কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, সাতকানিয়ায় মোট ৮ জন করোনারোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১ জন করোনা আক্রান্ত হয়ে মারাও গেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.