ডা. মঈনের পরিবারের দায়িত্ব নিবে সরকার

0

সিটি নিউজ ডেস্কঃ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে জানিয়েছেন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের পরিবারের সব দায় দায়িত্ব নেবে সরকার।

আজ বুধবার (১৫ এপ্রিল) নিয়মিত হেলথ বুলেটিনে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

তিনি জানান, চিকিৎসকের মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে তারা ওই চিকিৎসকের সুচিকিৎসার ব্যবস্থা নিয়েছিলেন। মৃত্যুর খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালে ছুটে যাই এবং নিহত চিকিৎসকের সহধর্মিণীর সঙ্গে কথা বলি।

তিনি বলেন, নিহত চিকিৎসকের সহধর্মিণীও একটি বেসরকারি মেডিকেলের সহকারী অধ্যাপক।

মহাপরিচালক জানান, করোনায় মারা যাওয়া চিকিৎসকের দুটি শিশুর বয়স যথাক্রমে ১২ ও ৭বছর। এ সময় যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকের মৃত্যুতে মনে হচ্ছে আমরা আমাদের ভাইকে হারালাম। সহযোদ্ধাকে হারালাম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.