দেশের ক্রান্তিকালে মুক্তিযোদ্ধাদের ৭১’র মতই ঝাপিয়ে পড়তে হবেঃ মেয়র

0

সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের প্রতি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযোগ্য মর্যাদা,প্রাপ্য স্বীকৃতি, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ মরণঘাতী করোনা ভাইরাস বৈশ্বিক মহামারিতে পরিণত হয়েছে। তার প্রভাবে বাংলাদেশও সংকটময় ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকাল উত্তরনে যেভাবে ১৯৭১ সালে মাতৃমুক্তিপণে ঝাঁপিয়ে পড়েছিলেন একইভাবে করোনা ভাইরাস মোকাবেলায় তাদেরকে তাদেরকে ঝাপিয়ে পড়তে হবে। আজ অস্ত্র নয়, সুদৃঢ় মনোবলে কল্যাণ ও সেবা মন্ত্রে উজ্জিবীত হয়ে সাধারণ মানুষের মাঝে অভয় যোগাতে মুক্তিযোদ্ধাদের সাহসী ভূমিকা রাখতে হবে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে নগরীর জুবিলী রোডস্থ দারুল ফজল মার্কেটে প্রাঙ্গনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংষদ মহানগর ইউনিট কমান্ডের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেয়ার সময় মেয়র এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপদকালীন সময়ে সরকারী ত্রাণ সামগ্রী অভুক্তদের ঘরে ঘরে দ্রুত পৌঁছে যায় সে ব্যাপারে ত্রাণ ব্যবস্থাপনার সাথে সম্পৃক্তদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং এটাই হলো প্রত্যেকের মানবিক ও সামাজিক দায়বদ্ধতা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। এছাড়া মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী, সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিক মঞ্জুরুল আলম মঞ্জু, কোতোয়ালী থানা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সৌরেন্দ নাথ সেন, চান্দগাও থানা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ কুতুব উদ্দিন, পাঁচলাইশ থানা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আহমদ মিয়া, বন্দর থানা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কামরুল আলম, পতেঙ্গা থানা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন, আকবরশাহ থানা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর উদ্দিন, ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ সেলিম উল্লাহ, হালিশহর থানা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা কালাম চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা রফিকুল আলম, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান খান, বীরমুক্তিযোদ্ধা জামাল আহমদ, বীরমুক্তিযোদ্ধা আবদুল লতিফ, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা প্রনাল চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা নুরুল আমীন, বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম দুলু, বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব হোসেন, বীরমুক্তিযোদ্ধা ফারুক আহমদ, বীরমুক্তিযোদ্ধা রমজান মিয়া, বীরমুক্তিযোদ্ধা আবদুল আজিম, বীরমুক্তিযোদ্ধা আবদুল হাফেজ উপস্থিত ছিলেন।

পরে সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ আন্দরকিল্লাস্থ নগরভনে রক্ষিত সরকারী ত্রাণ সামগ্রী বিতরণের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.