জনগণের জন্যে উজাড় করে করার মানসিকতা কেবল প্রধানমন্ত্রীর আছে-ফরিদ মাহমুদ

0

সিটি নিউজ ডেস্ক,চট্টগ্রাম :  চট্টগ্রাম নগরের সরাইপাড়া মরহুম মোহাম্মদ আলী কন্ট্রাক্টর ফাউন্ডেশনের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে সমাজসেবক ফরিদ মাহমুদ বলেন, জনগণের জন্যে উজাড় করে করার মানসিকতা কেবল প্রধানমন্ত্রীর আছে।

করোনা মহামারি মোকাবিলায় দেশের শীল্পখাত বাঁচাতে ইতিমধ্যে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন।দেশের সাস্থ্যখাতসহ ডাক্তারদের জন্যে প্রণোদনা ঘোষণা করেছেন।নিম্ম মধ্যবিত্ত পরিবারগুলোর জন্যে তিন হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন।

সাস্থ্যখাতকে ঢেলে সাজাতে জেলায় জেলায় গড়ে তোলা হচ্ছে নতুন নতুন করোনা পরীক্ষাকেন্দ্র,আইসোলেশন সেন্টার,সিসিও এবং ভেন্টিলেশন সুবিধাসহ যোগান দেওয়া হচ্ছে চিকিৎরার নতুন নতুন যন্ত্রপাতি ।

এছাড়া তিনি নিজে প্রতিদিন প্রতিটি জেলার কার্যক্রম তদারকি করছেন।পৃথিবীর শীর্ষ দেশগুলোর রাস্ট্রপ্রধানরা যেখানে হিমশিম খাচ্ছেন,এ অবস্থায় তিনি দৃঢ মনোবলে দেশের জন্যে রাতদিন কাজ করছেন।বৌবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে মহানগর যুবলীগ নেতা আনিছুর রহমান মামুনের অর্থায়নে ৪০০ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণের প্রাক্কালে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।

মরহুমের জৈষ্ঠপুত্র মো:আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মাঈনুর রহমান বেসরকারী কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ,সংরক্ষিত কাউন্সিলর ফারহানা জাবেদ।এসময় নেতৃবন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু,আশরাফুল গনি চৌধুরী,১২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতামোঃআমিন,মো:সেকান্দর,মো:জাকির হোসেন,মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল উদ্দিন জাহেদ,মো:ইয়াছিন ভুইয়্যা,ইসলামিয়া কলেজ ছাত্রলীগে সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ ইমতিয়াজ,যুবলীগ নেতা ফয়েজ খান,মো.আসাদ,মোরশেদ খান,কামরুল হাসান রানা,মো.আজাদ,ছাত্রলীগনেতাফাহিম তাজ সাইফুল,শাহরিয়ার আসিফ,রাহাত,আলী টিটু তালুকার,আরিফুল ইসলাম অন্তর,আবু তসীব প্রমুখ ।

অনুষ্ঠানে সামাজিক দুরত্ব বজায় রেখে সম্মানীত অতিথিগণ প্রথম কয়েকজনের হাতে খাবার তুলে দেন ।পরে সেচ্ছাসেবকগণ বাসায় বাসায় গিয়ে খাবার পৌছে দেন ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.