রাশিয়ায় প্রতিদিন ১০ হাজারের বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন

0

সিটি নিউজ ডেস্ক : রাশিয়ায় সপ্তাহখানেক ধরেই করোনা সংক্রমণের সংখ্যা রকেট গতিতে বেড়ে চলেছে। দেশটিতে মাত্র চার দিনেই আক্রান্ত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় আগের তিন দিনের মতোই করোনা সংক্রমিত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে টানা চতুর্থদিন ১০ সহস্রাধিক মানুষ করোনায় আক্রান্ত হলেন।

এর আগে, রাশিয়ায় গত রোববার (৩ মে) ১০ হাজার ৬৩৩ জন এবং পরদিন সোমবার (৪ মে) ১০ হাজার ৫৮১ জনের দেহে করোনা ধরা পরে। এরপর গত মঙ্গলবার করোনায় সংক্রমতি হয়েছেন দেশটির আরও ১০ হাজার ১০২ জন।

এত দ্রুতগতিতে করোনা ছড়িয়ে পড়ার কারণে মাত্র দিন কয়েকের মধ্যেই আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে দুই লাখের ঘরের দিকে ছুটছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায় রাশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬৫ হাজার ৯২৯ জন। মারা গেছেন ১ হাজার ৫৩৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৩২৭ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মৃতের তালিকায় যোগ হয়েছে আরও ৮৬ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৪৬২ জন।

রাশিয়ায় করোনা সংক্রমণের হটস্পট রাজধানী মস্কো। গত ২৪ ঘণ্টায় এ শহরে ৫ হাজার ৮৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৭৩ জন। এই সংখ্যা গোটা রাশিয়ায় মোট করোনায় আক্রান্তের প্রায় অর্ধেক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.