বিপদের সময় প্রকৃত মানুষ চেনা যায়- রেজাউল করিম

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন,বিপদের সময় প্রকৃত মানুষ চেনা যায়।পেছনে কথা বলার লোক সমাজে অনেকেই আছে।কিন্তু বিপদে পাশে দাঁড়ানোর মানুষ কম।অনেকের অর্থবিত্ত অগাধ সম্পাদ আছে অথচ মানুষকে সাহায্য করার মন নেই।করোনা মহামারিতে যারা প্রতিবেশীর সাহার্যার্থে এগিয়ে এসেছে তারা আমাদের সমাজে শ্রদ্ধার পাত্র হয়ে থাকবে আজীবন।

তিনি আরো বলেন,শেখ হাসিনা মানবতার অনন্য দৃষ্টান্ত। এই বিপদের সময় দেশবাসীকে যেভাবে সহায়তা করে যাচ্ছেন রাষ্ট্রের কর্ণধার হিসেবে তিনিও ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবেন।পবিত্র রমজান মাসে ধর্ম পালনের ক্ষেত্রে নগরবাসীকে তিনি রাষ্ট্রিয় বিধিনিষেধ প্রতিপালন করার অনুরোধ জানান।পুর্ব ষোলশহর কামাল-নুরুন্নেচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবেশিদের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উল্লেখিত কথাগুলো বলেন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাবেদুর রহমান কচির সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ,পুর্বষোলশহর ওয়ার্ড কাউন্সিলার মোহাম্মদ আশরাফুল আলম,নগর যুবলীগ নেতা নেছার আহমেদ,লাল খান বাজার ওয়ার্ডের আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলার প্রার্থী আবুল হাসনাত মোহাম্মদ বেলাল।

এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফুল গনি চৌধুরী,এস এম হাসিবুর রহমান,এস,এম শফিউল বাহার,এস,এম মুশফিকুর রহমান,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আবু সাঈদ সুমন,আবদুর রাজ্জাক,মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।শেষে প্রধান অতিথি আগত কয়েকজন প্রতিবেশীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।পরে সামাজিক দুরত্বের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে মোট ২৪০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.