চট্টগ্রাম শহরে পথশিশুদের ইকো’র নতুন কাপড় বিতরণ

0

সিটি নিউজ ডেস্ক : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে শনিবার (২৩মে) চট্টগ্রাম নগরীর জিইসি, ওয়াসা, ইস্পাহানি মোড়, কাজির দেউরী, জুবলী রোড ও আশপাশের এলাকায় ৩০০ জন সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে নতুন জামা কাপড় বিতরণ করেছে বেসরকারি সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা-ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়ন (ইকো)।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ইকো’র সভাপতি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, সম্পাদক ড. ওমর ফারুক রাসেল, সম্পাদক মন্ডলীর সদস্য এস এম আবু ইউসুফ সোহেল, চবি’র শিক্ষক কাজেমুর নূর সোহাদ প্রমূখ।

পথ শিশুদের মাঝে ঈদেও নতুন জামা-কাপড় বিতরণকালে ইকো’র সম্পাদক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের এসময় পথশিশুরা এমনি অনেক মানবেতর জীবন যাপন করছে। এর পরও ঈদের আনন্দ শুধু নিজের জন্য নয় বরং সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার মধ্য দিয়েই পূর্ণতা আসে।

পথ-শিশুরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু জীবনের প্রতিটি অধ্যায়ে পথ-শিশুরা বিভিন্ন ধরনের অবহেলা আর বঞ্চনার শিকার। সরকার ও সমাজের বিত্তবানদের সুদৃষ্টির অভাবে এরা বরাবরই আনন্দ খুশি থেকে বঞ্চিত থাকে।

সমাজের উচ্চবিত্তদের সামান্য সহযোগিতায় সুবিধাবঞ্চিত পথশিশুরা আনন্দ উৎসবের অংশীদার হতে পারে। দেশে প্রতিটি উৎসবে-পার্বণে সুবিধাবঞ্চিত পথশিশুদের করুণ চাহনি দেখতে হয়। এ দৃশ্য বড় বেদনাদায়ক ও অমানবিক। আমাদের সকলের উচিৎ এই বেদনাদায়ক দৃশ্যকে আনন্দময় দৃশ্যে পরিণত করা। প্রতিষ্ঠাকাল থেকেই ইকো সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.