চট্টগ্রামে অর্ধশত গ্রামে ঈদুল ফিতর রোববার

0

সৈয়দ শিবলী ছাদেক কফিল :- ইসলামের কেন্দ্রবিন্দু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে রোববার চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও আনোয়ারা উপজেলার অর্ধ শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা প্রতি বছরের মতো এবারো দেশের অন্যান্য অঞ্চলের একদিন আগে ঈদুল ফিতর পালন করবেন বলে জানা যায়।
রোববার মির্জাখীল দরবার শরীফ প্রাঙ্গণে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবার শরীফের পীরজাদা মওলানা ড. মোহাম্মদ মকছুদুর রহমান। তবে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফে এসে ঈদের জামাতে অংশ নিলেও এবার নিজ নিজ এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাত আয়োজনের নির্দেশনা দিয়েছে দরবার কর্তৃপক্ষ।
দরবার শরীফের পীরজাদা মওলানা ড. মোহাম্মদ মকছুদুর রহমান বলেন, প্রায় ২৫০ বছর ধরে সৌদি আরবের সময় অনুসরণ করে আমরা ঈদ, রোজা, কুরবানি পালন করছি। সে অনুযায়ী আমরা রোববার পবিত্র ঈদুল ফিতর পালন করব। ওইদিন সকাল ১০টায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। করোনার কারণে এবার দরবার শরীফে বড় ঈদ জামাতের আয়োজন হচ্ছে না। নিজ নিজ এলাকায় ছোট পরিসরে ঈদের জামাত আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে।

সকাল ৯ টায় চন্দনাইশের কাঞ্চননগর শাহ সুফি জাঁহাঙ্গিরিয়া মমতাজিয়া দরবার শরীফ ময়দানে সামাজিক দুরত্ব বজায় রেখে শাহ সুফি আলহাজ্ব মওলানা মোহাম্মদ আলী শাহ (ম.জ.আ)র ইমামতিতে প্রধান ঈদের জামায়ত অনুষ্ঠিত হবে বলে দরবারের সাহেবজাদা মওলানা মতি মিয়া মনসুর জানিয়েছেন।

সাতকানিয়া মির্জাখীল ছাড়া চন্দনাইশের বাইনজুরী, কেশুয়া, কানাইমাদারী, পশ্চিম এলাহাবাদ, কাঞ্চননগর, খুনিয়ারপাড়া, হাশিমপুর, সাতবাড়িয়া, মোহাম্মদপুর, হারালা, চন্দনাইশ পৌরসভার বুলারতালুক, হরিণারপাড়া, ফকির, সর্বল, কাজীবাড়ী, বাঁশখালীর জলদি, কালিপুর, গুনাগরী, গণ্ডামারা মিঞ্জিরতলা, ছনুয়া, সাধনপুর, আনোয়ারার তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন, বোয়ালখালীর চরনদ্বীপ, খরণদ্বীপ, লোহাগাড়ার বড়হাতিয়া, আমিরাবাদ, চুনতি, পুটিবিলা, উত্তর সুখছড়ি, আধুনগর, সাতকানিয়ার মির্জাখিল, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাটিয়াডাঙ্গা, পুরানগর, মালেয়াবাদ, সীতাকুন্ড, সন্দ্বীপ, মীরসরাই, হাটহাজারী, রাঙ্গুনিয়া, উখিয়া, বান্দরবান, আলীকদম, নোয়াখালীর বেগমগঞ্জ, কুতুবপুর, ফেনী, নারায়নগঞ্জ- ২টি, বরিশাল সিটি করপোরেশনে-০৩টি, বাবুগঞ্জে-০৪টি, হিজলায়-০২টি, মেহেন্দিগঞ্জে-০২টি, বন্দরথানা সাহেবের হাটে-০২টি, বাকেরগঞ্জে-০১টি, ঝালকাঠি-০১টি, বাউফলে-১০টি, গলাচিপায়-০১টি, রাঙ্গাবালীতে-০৯টি, কলাপাড়ায়-১১টি ও বরগুনায়-০১টি পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আদায়ের মাধ্যমে। তবে এবার বৈশ্বিক মহামারী কোভিড ১৯ বা করোনাভাইরাসের কারণে ভীড় এড়ানো, সামাজিক দূরত্ব ও জীবন নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.