শাহবাগে মেডিকেলে ভর্তিচ্ছুদের সড়ক অবরোধ

0

শিক্ষাঙ্গণ : প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা ও ফল বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের জন্য আজ দুপুর ১২টার দিকে মেডিকেলে ভর্তিচ্ছু আন্দোলনকারী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে। মিছিলটি শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে এলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এ সময় তারা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ের চারপাশের রাস্তায় অবস্থান নেয়।

শিক্ষার্থীরা অভিযোগ করছেন, তারা শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি দেয়ার জন্য মিছিল নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পুলিশ তাদের এ কর্মসূচিতে বাধা দিয়েছে।

গত ১৮ই সেপ্টেম্বর দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার আগের রাত থেকে পরদিন সকাল পর্যন্ত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এরপর থেকেই মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা ও ফল বাতিল করে আবারও পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে আসছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.