মেয়রের হাতে মাস্ক তুলে দিয়েছেন রাশিয়ান কনসাল জেনারেল

0

সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে ৫শ কেএন ৯৫ মাস্ক তুলে দিয়েছেন চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ান কনসাল জেনারেল স্থপতি আশিক ইমরান, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক পরিচালক মোরশেদ আরিফ চৌধুরী ।

আজ সোমবার (১ জুন) দুপুরে চসিক মেয়র দপ্তরে এসব মাক্স হস্তান্তর করা হয়।

এসব মাক্স গ্রহণ করে সিটি মেয়র বলেন, প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কভিড-১৯) বিশ্বব্যাপী মানব সমাজকে হুমকীর মুখোমুখি করেছে। এই পৃথিবী তথা দেশে এতবড় মানবিক বিপর্যয় আগে কখনো ঘটেনি। এই মরণব্যাধি করোনা ভাইরাসের থাবা বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে বিপর্যস্ত হচ্ছে জনজীবন।

তিনি বলেন, দূর্যোগকালীন সময়ে সেবা পাওয়ার ক্ষেত্রে কোন ধরনের দলীয় পরিচয় স্থান পাবে না। তার একমাত্র পরিচয় মানুষ। সরকারি ও বেসরকারি সংস্থা ও কর্পোরেট হাউসগুলো মিলিতভাবে করোনাভাইরাস মোকাবিলায় কাজ করছে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক। এভাবে সকলে যার যার অবস্থান থেকে ভুমিকা রাখলে মহামারি প্রতিরোধে সক্ষম হবো।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.