নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন, আটক ১২

0

সিটিনিউজবিডি : নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১২ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে পাঁচ মণ ইলিশসহ ২০ হাজার মিটার জাল ও ৫টি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার সারারাত বঙ্গোপসাগরে সন্দ্বীপের উড়িরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা য়ায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন কমান্ডার ম ফয়জুল ইসলাম।

মা ইলিশ রক্ষায় ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন ও বেচাকেনা নিষিদ্ধ করেছে সরকার। এর আগে গত বুধবার বঙ্গোপসাগরের বহিঃনোঙরে দুটি ট্রলার থেকে ৬০০ কেজি ইলিশ মাছসহ ৪০ জন জেলেকে কোস্ট গার্ড আটক করে।

এরপর শুক্রবার আরও ১৮০ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১২টি মাছ ধরার নৌকা ও সরঞ্জামের পাশাপাশি ৭০ মণ জাটকা জব্দ করা হয়।

আটক হওয়া জেলেদের মধ্যে অপ্রাপ্তবয়স্কদের ছেড়ে দিয়ে বাকিদের জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করে কোস্টগার্ড। আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.