কর্ণফুলী প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী কলেজ বাজারে উল্টোপথে আসা বালু বোঝাই ডামপার ট্রাককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও দুই বাস যাত্রী।
আজ রবিববার (২১ জুন) দুপুর ২টার দিকে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এতে নিহতরা হলেন পটিয়া মনসা এলাকার বাসিন্দা হুমাইরা মাহমুদা (২৮) ও আবদুল হালিম (৪০)। হুমাইরা চট্টগ্রাম সিটি করপোরশনের একটি প্রকল্পে কাজ করেন এবং হালিম বোয়ালখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোহাম্মদ জুবাইর জানান, দুপুর ২টার দিকে পটিয়া থেকে একটি লোকাল বাস চট্টগ্রাম শহরের দিকে আসছিলো। এ সময় বিপরীত দিক থেকে রং সাইড দিয়ে সড়কে প্রবেশ করে একটি বালু বোঝাই পিকআপ। সেটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
তিনি আরও জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন পুরুষ ও একজন নারী মারা যান। বাসের আরও দু’জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে বালু বহনকারী পিকআপটিকে আটক করা যায়নি।