চট্টগ্রামে শতের নীচে নামলো করোনা শনাক্ত

0

সিটি নিউজঃ চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা শতের নীচে নামলো। গত ২৪ ঘণ্টায় আরও ৮৫ জনের শরীরে শনাক্ত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) ৫টি ল্যাবে ৩৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৭৫৪ জনে।

এর মধ্যে বিআইটিআইডিতে ৯৮টি, সিভাসুতে ৮৪টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৬১টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৪৪টি ও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডিতে ২২ জন, চমেকে ১১ জন, চবিতে ১৮ জন ও শেভরনে ৩৪ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। সিভাসুতে সব ফলই নেগেটিভ এসেছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৫টি ল্যাবে ৩৮০ টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ৮৫ জনের। এর মধ্যে ৬৯ জন নগরীর এবং ১৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলা মধ্যে নতুন শনাক্ত ১৬ জনের মধ্যে আনোয়ারা, পটিয়া ও বোয়ালখালীতে ১ জন করে ৩ জন, রাউজান এবং ফটিকছড়ির ৬ জনে করে ১২ ও হাটহাজারীর ১ জন রয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.