চলে গলেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক লায়ন নাজমুল কবির

0

সিটি নিউজঃ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজির শিক্ষক লায়ন নাজমুল কবির।

সোমবার বিকেলে আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন মৃত্যু বরণ করেন তিনি।

লায়ন নাজমুল কবির লায়ন্স অব অব চিটাগং সেন্ট্রাল (লিও) এর সাবেক সভাপতি ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন লিও এর সাবেক জেলা সভাপতি মো. ওবাদুর রহমান।

ইম্পেরিয়াল সিটি লায়ন্স ক্লাবের প্রথম সহ-সভাপতি কাশেম শাহ গণমাধ্যমকে বলেন, তিনি লিও’র সাবেক জেলা সভাপতির পাশাপাশি চট্টগ্রামের অভিজাত মিমি সুপার মার্কেটের সমিতির সাবেক সহ-সভাপতিও ছিলেন। মিমি সুপার মাকের্টের পেছনে আবাসিক এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। মিমি সুপার মার্কেটে উনার একটি কম্পিউটারের দোকান রয়েছে। নাজমুল কবিরের গ্রামের বাড়ি ফেনী। তাঁর রয়েছে এক ছেলে এক মেয়ে।

কাশেম শাহ জানান, ১২ দিন আগে করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন নাজমুল কবির। বাসায় থাকা অবস্থায় তার অক্সিজেন লেভেল ৯০-৯২ নেমে যাওয়ায় আমি একটি অক্সিজেনও ব্যবস্থা করে দেই। ২-৩ দিন আগে তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.