চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

0

সিটিনিউজবিডি : শতভাগ বোনাসের দাবিতে চট্রগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজার এলাকায় সড়ক অবরোধ করেছে তিনটি কারখানার কয়েক হাজার পোশাক শ্রমিক।

ফলে দুই নম্বর গেইট-অক্সিজেন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার বিকাল চারটা থেকে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।

শিল্প পুলিশ চট্টগ্রামের গোয়েন্দা শাখার পরিদর্শক মো.আরিফুর রহমান জানান, ঈদের আগে সরকারের নির্দেশনা অনুযায়ী বেতনের সমান বোনাস না দেওয়ায় বোনাস নেয়নি শ্রমিকরা।

সোমবার শতভাগ বোনাসের দাবিতে চিটাগং এশিয়ান অ্যাপারেলস লিমিটেড, ফরচুন অ্যাপারেলস, ডাপ অ্যাক্সেসরিজ লিমিটেডের প্রায় দেড় হাজার শ্রমিক রাস্তায় নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে শিল্প পুলিশ ও নগর পুলিশের কর্মকর্তারা উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করছে। একই সঙ্গে কারখানার মালিকদের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.