ঈদ উল আযহায় সিএমপির বিশেষ ‘সেবাঘর’

ঈদ উল আযহায় সিএমপির বিশেষ 'সেবাঘর'

0

সিটি নিউজঃ পবিত্র ঈদ উল আযহায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পুলিশী সেবাকে আরো দ্রুত জনগণের দোরগোড়ায় পৌছে দিতে ও নগরবাসীর জানমালের নিরাপত্তার জন্য খোলা হয়েছে বিশেষ সেবা ঘর।

সিএমপির চার জোনের আটটি স্থানে স্থাপন করা হয়েছে ‘সেবাঘর’। দক্ষিণ বিভাগে কাজীর দেউরি ও স্টেশন রোডে, পশ্চিম বিভাগে অলংকার মোড়ে ও বাদামতলী মোড়ে, উত্তর বিভাগে অক্সিজেন মোড়ে ও বহদ্দারহাট হাটে এবং বন্দর বিভাগে মইজ্যারটেক ও নিমতলা মোড়ে স্থাপন করা হয়েছে এই বিশেষ ‘সেবাঘর’।

সিএমপি কমিশনর মাহাবুবুর রহমান বলেন, এই উদ্যোগের ফলে নগরীর জনসাধারণ যে কোন অভিযোগে ‘সেবাঘরে’ সরাসরি যোগাযোগের মাধ্যমে সমস্যার সমাধান পাবেন।

সমস্যার সমাধানে প্রতিটি ‘সেবাঘরে’ বিশেষ মোবাইল টিমও রয়েছে। তারা যেকোন অভিযোগে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। ঈদ পরবর্তী সময়েও এই সেবা চলমান থাকবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.