বঙ্গমাতার জন্মদিনে দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ করলেন জেলা প্রশাসক

0

সিটি নিউজ ডেস্ক :  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকীতে চট্টগ্রামে সেলাই মেশিন পেয়েছেন ৬ জন দুস্থ নারী।

শনিবার (৮ আগস্ট) জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ৬ জন দুঃস্থ নারীর হাতে ৬ টি সেলাই মেশিন তুলে দেন।

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ঢাকা থেকে প্রচারিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ও অন্যান্য আলোচকদের আলোচনা অনুষ্ঠান প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইলিয়াস হোসেন বলেন, বঙ্গমাতা বঙ্গবন্ধুর শুধুমাত্র সহধর্মিণীই ছিলেন না, সহযোদ্ধাও ছিলেন। তিনি সারাজীবন ত্যাগ আর সংগ্রামের মধ্য দিয়ে কাটিয়েছেন নিজের জীবন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে অধিকাংশ সময় কারাগারে কাটাতে হয়েছে। আর বঙ্গমাতা যোগ্য সহধর্মিণী ও মহীয়সী নারী ছিলেন বলেই সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে পেরেছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.জেড.শরীফ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও মহিলা বিষয়ক কর্মকর্তারা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.