জাপানি নাগরিক হত্যায় ২ জন ১০ দিনের রিমান্ডে

0

সিটিনিউজবিডি : জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় দুইজনকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেলের ছোট ভাই রাশেদুন নবী খান বিপ্লব ও কুনিও হোসির বাড়িওয়ালা জাকারিয়া বালার শ্যালক হিরা।

গত শনিবার রংপুরের কাউনিয়ায় জাপানি নাগরিকের হত্যার পর পুলিশ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে মঙ্গলবার সকালে বিপ্লব ও হীরাকে গ্রেফতার দেখিয়ে রংপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু তালেবের আদালতে হাজির করে। আদালত শুনানি শেষে তাদেরকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে।
কাউনিয়া উপজেলার আলুটারি এলাকায় কুনিও হোসিকে তিন মুখোশধারী গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ওইদিনই পুলিশ অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।

বিপ্লব ও হিরা ছাড়াও রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকু, বাড়িওয়ালা জাকারিয়া (৫৮), রিকশাচালক মোন্নাফ আলী ও আলুটারি গ্রামের খোকা মিয়ার ছেলে মুরাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে ইতালীয় নাগরিক তাভেলা সিজারকে তিন মোটরসাইকেল আরোহী গুলি করে হত্যা করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.