পতেঙ্গায় কনটেইনার ডিপোতে বিস্ফোরণ, আগুনে পুড়ে ৩ শ্রমিকের মৃত্যু

0

সিটি নিউজঃ নগরীর পতেঙ্গা ১৪ নম্বর ঘাটের কাছে একটি বেসরকারি কনটেইনার ডিপোর (অফডক) গ্যারেজের ট্যাঙ্কার বিস্ফোরণে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আকবর।

তিনি জানান, বিস্ফোরণের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি ঘটনাস্থলে গেছে। আগুন এখন নিয়ন্ত্রণে। দুর্ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

পতেঙ্গার ইন্ট্রাকো কনটেইনার ডিপোর গ্যারেজে একটি ট্যাঙ্কারে ওয়েল্ডিং করার সময় আগুন ছিটকে ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই পুড়ে অঙ্গার হন তিন ব্যক্তি।

নিহতরা হলেন নেওয়াজ, মুক্তার ও আরমান বলে নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। তাদেরক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালেরে ৩৬ নম্বর ওয়ার্ডের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির হামিদ উল্লাহ জানান, কনটেইনার ডিপোতে ওয়েল্ডিং করার সময় সিলিন্ডার বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে চমেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.