যুক্তরাষ্ট্রে পশ্চিম উপকূলে দাবানলে ২০ জনের মৃত্যু

0

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ছড়িয়ে পড়া ভয়ংকর দাবানলে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। দাবানল নেভাতে স্থানীয় সময় গতকাল শুক্রবার ২০ হাজারের বেশি অগ্নিনির্বাপণকর্মী প্রাণপণ লড়াই করেছেন। শীতল আবহাওয়া অনুকূলে থাকায় দাবানল স্তিমিত হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ক্যালিফোর্নিয়া, অরেগন ও ওয়াশিংটন অঙ্গরাজ্যে কয়েক ডজন বিধ্বংসী দাবানলে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করা কঠিন হয়ে পড়েছে। তবে চলতি সপ্তাহে এ পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আগুনের কারণে এখনো ব্যাপক এলাকা বিচ্ছিন্ন রয়েছে।

নর্থ কমপ্লেক্স ফায়ার এলাকা পরিদর্শনকালে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সতর্ক করে বলেছেন, ‘আমরা আশঙ্কা করছি, ধোঁয়া কেটে যাওয়ার পর আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় গেলে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।’

গত সপ্তাহের শুরুর দিকে তীব্র, শুষ্ক বাতাস এবং তাপদাহে অরোভিল সিটির দিকে চলমান দাবানলে বুট্টি কাউন্টিতে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল।

তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর বলেছেন, আবহাওয়া অনুকূলে আসতে শুরু করেছে। বাতাসের প্রবাহ কমেছে এবং কয়েক দিনের মধ্যে বৃষ্টি হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে।

পরিস্থিতির উন্নতির আশা প্রকাশ করে অরেগনের গভর্নর জানান, তাঁর অঙ্গরাজ্যে ১০ লাখ একর ভূমি দাবানলে পুড়ে গেছে; তিনজনের মৃত্যু হয়েছে এবং আরো অনেকের খোঁজ পাওয়া যায়নি। অরেগনে ৪০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে এবং ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

অরেগনের গভর্নর আশা করছেন, আবহাওয়া শীতল হয়ে এলে আগামী কয়েক দিনে পরিস্থিতির উন্নতি হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.