খালেদা জিয়ার আরও ৪ মামলার স্থগিতাদেশ বহাল

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চার মামলার কার্যক্রমের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর মধ্যে নাশকতার তিন ও মানহানির এক মামলা রয়েছে। এ নিয়ে মোট ১১ মামলার ওপর স্থগিতাদেশ বহাল রাখলেন আপিল বিভাগ।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

মামলাগুলো সচল করতে চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। একই সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টকে রুল শুনানি করতে বলা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। আর খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এই চার মামলার মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার তিনটি ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যে মানহানির একটি মামলা রয়েছে। এ নিয়ে বিএনপি নেত্রীর ১১ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ বহাল রাখলেন আাপিল বিভাগ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.