সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় ৭ শ্রমিক দগ্ধ

0

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় গলানো উত্তাপ্ত লোহার সিলকা গায়ে পড়ে ভারতীয় নাগরিকসহ ৭ জন শ্রমিক দগ্ধ হয়েছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময় এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলো নুরুজ্জামান (৪০), শাহিন আলম(২৮),আমির হোসেন(২৭),কে ওয়াল সিং (৪৬) এবং টিপু সুলতান(৩৩),রাবিন্দ্র(২৫), শহিদুল ইসলাম(২৭)।

তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬নং বান এন্ড প্লাস্টিক সার্জারী ওয়ার্ডে ভর্তি আছেন। চমেক পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জনিয়েছেন, জিপিএইচ ইস্পাত কারখানায় লোহা গলানোর ফার্ণেস থেকে হঠাৎ ছুটে আসা উত্তপ্ত সিলকা এসে গায়ে পড়লে ৭ কর্মচারীর শরীরের বিভিন্ন কিছু অংশ পুড়ে যায়।

পরবর্তীতে তাদেরকে চমেক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাদেরকে ৩৬নং বান এন্ড প্লাস্টিক সার্জারী ওয়ার্ডে ভর্তি দেন। আহত শ্রমিকদের শরীরের ১১-১৫ শতাংশ দগ্ধ হলেও তারা বর্তমানে আশংকামুক্ত আছেন বলে জানান তিনি।

এব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, চমেক হাসপাতাল থেকে শুনেছি জিপিএইচ কারখানায় কয়েকজন শ্রমিক দগ্ধ হয়েছে। তবে এটি তেমন বেশি নয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.