ভারতের গুজরাতে তেল-গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ

0

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গুজরাত রাজ্যের সুরাটে তেল-গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৩ টার দিকে সুরাটের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) প্ল্যান্টে আগুন লাগে।

তবে এই অগ্নিকান্ডে কারো প্রাণহানির খবর জানা যায়নি। অগ্নিকান্ডেরর ঘটনায় গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর সাতটি গাড়ী প্ল্যান্টে হাজির হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, প্ল্যান্টের ভিতরে বিস্ফোরণের পর এই আগুন লাগে। প্ল্যান্ট থেকে ১০ কিলোমিটার দূর থেকে এদিন ভোরে শোনা যায় বিস্ফোরণের আওয়াজ।

সুরাটের কালেক্টর ধবল পটেল জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৩ টা থেকে তিনটা পাঁচ মিনিটের মধ্যে তিনটা বিস্ফোরণ ঘটে প্ল্যান্টের মধ্যে। তারপরেই ছড়িয়ে পড়ে আগুন।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্ল্যান্টের ভিতরে দাউ দাউ করে জ্বলছে আগুন। তবে কি কারনে এই বিস্ফোরণ ঘটেছে তা স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা গেছে, মুম্বই উড়ান পাইপলাইনে এই বিস্ফোরণ ঘটে। আগুন লাগার ফলে ওএনজিসির এই প্ল্যান্টের সমস্ত টানেলে কাজ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.