ইউনিয়ন পরিষদের পর চট্টগ্রামে পৌরসভা নির্বাচন

আ.লীগের প্রতিদন্ধী আ.লীগ!

0

গোলাম সরওয়ার : চট্টগ্রামে ইউনিয়ন পরিষদের পর আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি পৌরসভায় মাঠ পর্যায়ের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।

জানা যায়,আগামী ২০ অক্টোবর রাঙ্গুনিয়া উপজেলা পরিষদসহ চট্টগ্রামে ১৩টি ইউনিয়ন পরিষদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।সারাদেশের মতো চট্টগ্রামে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বরে।

পৌরসভা নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে প্রতিটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় আ.লীগের প্রতিদন্ধী আ.লীগ।প্রতিটি পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সংখ্যা ৩ জন থেকে ১০ জনের উপরে। চট্টগ্রামে সবচেয়ে বেশি প্রার্থী দেখা যাচ্ছে সীতাকুণ্ড পৌরসভায়। এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের ১০ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে।

চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা জানান, চট্টগ্রামের মেয়াদোত্তীর্ণ পৌরসভাগুলোর তালিকা তৈরি করে ঢাকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। যেসব পৌরসভায় ভোট হবে সেসব পৌরসভা গুলোর ভোট কেন্দ্রের ডাটাও চাওয়া হয়েছে। আগামী ২০ অক্টোবর রাঙ্গুনিয়া উপজেলা পরিষদসহ চট্টগ্রামে ১৩টি ইউনিয়ন পরিষদে উপ নির্বাচনের পরপরই চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ পৌরসভাগুলোর নির্বাচনের প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে যাবে বলে জানান ওই কর্মকর্তা।

সরেজমিনে মাঠ পর্যায়ে খবর নিয়ে জানা গেছে, চট্টগ্রামের প্রায় পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীরা নিজেরাই–নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করছেন। ইতোমধ্যে সীতাকুণ্ড, পটিয়া, চন্দনাইশসহ বেশ কয়েকটি পৌরসভায় একাধিক প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে নিজেকে পৌর মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছেন।

চট্টগ্রামে ১৫ পৌরসভার মধ্যে পটিয়া পৌরসভা, চন্দনাইশ পৌরসভা, বাঁশখালী পৌরসভা, সাতকানিয়া, সন্দ্বীপ, মীরসরাই, বারৈয়ারহাট, সীতাকুণ্ড, ফটিকছড়ি, নাজিরহাট, রাঙ্গুনিয়া, রাউজান এবং নতুন ভাবে ঘোষিত দোহাজারী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। হাটহাজারী ও বোয়ালখালী উপজেলায় সীমানা বিরোধ মামলার কারণে নির্বাচন অনুষ্ঠিত হবেনা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.