পদত্যাগ করলেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

0

সিটি নিউজ ডেস্কঃ  দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছেন।

আজ রবিবার সর্বপ্রথম পদত্যাগের সিদ্ধান্ত নেন মো. মোমতাজ উদ্দিন ফকির। এর পরপরই একই সিদ্ধান্ত নেন মুরাদ রেজাও। তারা দু’জনেই নিজ নিজ পদত্যাগপত্র সলিসিটর কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানা গেছে।

পদত্যাগের বিষয়টি গণমাধ্যমের কাছে তারা দুজনেই নিশ্চিত করেছেন। পদত্যাগের ব্যাপারে মো. মোমতাজ উদ্দিন ফকির বলেন, একান্ত ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত। এর বাইরে কিছু হয়নি।

এর আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যু হলে গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আবু মুহাম্মদ (এএম) আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন। এএম আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও দুই মেয়াদে সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে রাষ্ট্রের ১৫তম অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করা মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মহামারি করোনায় সংক্রমিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.