মিনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৭৯, নিখোঁজ আরো ৯০

0

কামাল পারভেজ অভি, মক্কা: সৌদি অারবে মক্কায় পবিএ হজ্জ পালন করতে গিয়ে মিনায় পদদলিত হয়ে শেষ খবর পর্যন্ত ৭৯ জন বাংলাদেশি হাজির মৃত্যুর খবর নিশ্চিত করেছে সৌদি আরব সরকার। এর মধ্যে ৬৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও ৯০ জন।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম শুক্রবার (০৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে ২ জনের পরিবার দেশে মরদেহ পাঠানোর জন্য আবেদন করেছে। বাকিদের সৌদিতে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে, যাদের শনাক্ত করা যাচ্ছে না, তাদের ডিএনএ পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। সেখানে অবস্থানরত আত্মীয়-স্বজনদের মক্কার আল নূর বিশেষায়িত হাসপাতালে ডিএনএ নমুনা দিতে বলা হয়েছে।

এছাড়া বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমেও নমুনা দেওয়া যাবে।

গত ২৪ সেপ্টেম্বর মিনার বড় জামারাতে ‘শয়তান স্তম্ভে’ পাথর ছোড়ার সময় পদদলিতের ঘটনা ঘটে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.