মাস্ক পড়তে বাধ্য করতে অভিযান প্রয়োজন

0

জুবায়ের সিদ্দিকী, সিটি নিউজঃ চট্টগ্রামে করোনা সংক্রমন ক্রমশই বাড়ছে। এখন সারা বিশ্বই করোনা আক্রান্ত। বাংলাদেশও এ সংক্রমণ বৃদ্ধির মধ্যে রয়েছে। মাস্ক না পরে নগরীতে মানুষের অবাধ চলাচল চোখে পড়ার মতো। ফুটপাত, অফিস, কারখানা, মার্কেট কোথাও কেউ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছেন না। এতে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতায় এই রোগ প্রতিরোধে কোন কার্যকর ভূমিকা দৃশ্যমান হচ্ছেনা।

কোথাও কোথাও ডেঙ্গুর প্রকোপও দেখা দিচ্ছে। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত করোনায় নতুন করে চট্টগ্রামে শনাক্ত হয়েছেন ৬৩ জন। নগরীতে সাধারণ মানুষের সাথে আলাপে জানা গেছে, মাস্ক ব্যবহার না করায় মানুষের মধ্যে আতংক রয়েছে।

মাস্ক না পরায় খুলনা প্রশাসনের অভিযান পরিচালনাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। মানুষের মধ্যে মাস্ক পরার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনার মত সারাদেশে অভিযান পরিকল্পনা করতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন চট্টগ্রামের মানুষ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.