শিক্ষা ও সমাজ বিনির্মাণের কারিগর ছিলেন ড. আবু ইউসুফ

0

সিটি নিউজঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রথম বোর্ড অব গর্ভনর সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বরেণ্য বুদ্ধিজীবী, প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, প্রফেসর ড. আবু ইউসুফ’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২৮ নভেম্বর ড. আবু ইউসুফ নাগরিক স্মরণসভা কমিটির উদ্যোগে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে মিলাদ মাহফিল ও কোরানখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম’র মাননীয় চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ড. মো: সেকান্দর চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমার স্ত্রী শিক্ষাবিদ রওশন আরা ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা পল্টু লাল সাহা, বিজয় ধর, গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মো: শাহাজাহান চৌধুরী, মো: নজরুল ইসলাম মোস্তাফিজ, মো: নাসির উদ্দিন, দিলরুবা খানম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ড. আবু ইউসুফের জীবন ছিল শুদ্ধতম বাঙালীয়ানার অন্যান্য উপমা। মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ বিনির্মাণে আমৃত্যু তিনি ছিলেন অবিচল। বাঙালী জাতি সত্তার মৌলিক ও বাস্তব অনুভূতির বিকাশ ঘটাতে তিনি শিক্ষা ও সমাজ বিনির্মাণের কারিগর ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.