‘বিদেশীদের রেড এলার্ট কত বড় লজ্জার’

0

সিটিনিউজবিডি : বিদেশীরা একে একে দেশ ছেড়ে চলে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘বিদেশীরা রেড এলার্ট দিয়েছে। কত বড় লজ্জার কথা। বিদেশীরা চলে যাচ্ছে। বায়াররা আসছে না। কী দেশ হলো? এটা কিসের গণতন্ত্র? দেশে গণতন্ত্রের চিহ্ন নেই। প্রাণহীন গণতন্ত্র চলছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় রবিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারের শাসনকে জাহেলিয়াতের যুগ আখ্যায়িত করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘মানুষ জাহেলিয়াতের এ যুগে আর থাকতে চায় না। মানুষ মুক্তি চায়। আমাদের কেউ বন্ধু না। আমাদের বন্ধু আমরাই। দুর্বলের সঙ্গে কেউ বন্ধুত্ব করে না। আমরা সবল হলে সবাই আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে।’
বারিধারা ও গুলশান এলাকায় বিজিবির টহলের কড়া সমালোচনা করে এরশাদ বলেন, ‘রাস্তায় বিজিবি, তাতে কি মানুষের মনে শান্তি আসছে? এটা কিসের লক্ষণ? মানুষের মনে শান্তি নাই। কথা বলা স্বাধীনতা নাই। মানুষের কোনো অধিকার নাই।’

এরশাদ বলেন, ‘আজ দেশ অন্ধকারাচ্ছন্ন। মানুষ শঙ্কিত, অনিশ্চিত ভবিষ্যত, অনিশ্চিত ভাগ্য। একমাত্র আমরাই পারি মানুষকে শান্তি দিতে। আমরা কথা বলি না, আমরা কাজ করি। আমার চেয়ে বয়স বেশি আর কারও না। আমি দেখতে পাচ্ছি, সামনে আমাদের ভবিষ্যত উজ্জ্বল। জাপার সুন্দর ভবিষ্যত আমি দেখতে পাচ্ছি।’
মেডিকেলের প্রশ্ন ফাঁস সরকারের হস্তক্ষেপেই হয়েছে দাবি করে তিনি বলেন, ‘প্রশ্ন ফাঁস হচ্ছে। আমাদের সময় কোনো প্রশ্ন ফাঁস হয় নাই। এর কারণ সব জায়গায় দলীয়করণ সব জায়গায় সরকারি হস্তক্ষেপ। কিছুদিন পর জাতি মেধাশূন্য হবে।’

এরশাদ বলেন, ‘অনেক কিছু বলার ছিল। একদিন সব বলব। তোমরা প্রার্থী সৃষ্টি কর। সৎ মানুষ খুঁজে বের কর। মানুষ আমাদের চায়। কিন্তু কাকে ভোট দিবে? পুরাতনরা না আসলে তোমরা নতুন মুখ খুঁজে বের কর।’

দেশে অদ্ভুত শাসন চলছে মন্তব্য করে এরশাদ বলেন, ‘অদ্ভুত দেশ। অদ্ভুত শাসন। দেশে সুবিচার নাই। আইনের শাসন নাই। আমাদেরকেই পরিবর্তন আনতে হবে। মানুষ মুক্তি চায়। আমার বয়স হয়েছে। আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। সুযোগ এসেছে। এ সুযোগ কাজে লাগাতে হবে। কাজে না লাগালে আল্লাহর কাছে দায়ী থাকব।’

সামনের নির্বাচনই এরশাদের জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, ‘তোমাদের কাছে আকুল আবেদন। এটাই শেষ সুযোগ। আমি বেঁচে থাকলে জাপা ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে।’
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্ব রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, মশিউর রহমান রাঙা, তাজুল ইসলাম চৌধুরী, এস এম ফয়সল চিশতী, সুনীল শুভরায়, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, নুরুল ইসলাম নুরু, ইফতেকার আহসান হাসান, মিজানুর রহমান মিরু প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.