শেষ কৃত্যে শেষ সঙ্গী গাউছিয়া কমিটি

0

জুবায়ের সিদ্দিকীঃ রাউজানের কুন্ডেশ্বরীর নতুন চন্দ্র সিংহের ছেলে বীর মুক্তিযোদ্ধা প্রফুল্ল রঞ্জন সিংহের শেষকৃত্য করতে নগরীর ইম্পেরিয়াল হাসপাতাল থেকে গাউসিয়া কমিট মরদেহ কুন্ডেশ্বরী নিয়ে যান।

মরদেহের গোসল, গার্ড অব অনারের জন্য মফস্বলে কফিন স্থাপনসহ অন্তোষ্টিক্রিয়াস্থলে পৌঁছিয়ে দেয়া পর্যন্ত যাবতীয় কাজে সহযোগীতা করেন গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ।

শেষ বিদায়ের সাথী গাউছিয়া কমিটিকে অভিনন্দন জানান মুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধা প্রফুল্ল রঞ্জন সিংহের মৃতদেহ পারিবারিকভাবে ধর্মীয় অনুষ্ঠানাদি শেষে মরদেহ খাটিয়ায় তুলে গাউসিয়া কমিটির সদস্যরাই বাড়ীর পূর্বপাশের চিতায় নিয়ে যান।

সেখানে পরিবারের সদস্যরা চিতার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। গাউছিয়া কমিটির কেন্দ্রীয় নেতা মোসাহেব বখতেয়ার ও জেলা নেতা আহসান হাবীব চৌধুরীর নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবক দল পিআর সিংহার মরদেহ বহন থেকে শুরু সৎকার পর্যন্ত কার্যক্রমে নেতৃত্ব দেন।

বীর মুক্তিযোদ্ধা পি আর সিংহা সাকা চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার অন্যতম স্বাক্ষী ছিলেন। ১৯৭১ সালের ১৩ এপ্রিল সকালে তার পিতা দানবীর অধ্যক্ষ নতুন চন্দ্র সিংহকে হত্যা করেছিল ঘাতকরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.