চুয়েটে ‘বিগ ডাটা ও মেশিন লানির্ং বিষয়ক কর্মশালা’ ৯-১০ ডিসেম্বর

0

সিটি নিউজঃ দেশে প্রথমবারের মত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে আগামী ৯-১০ ডিসেম্বর, ২০২০ খ্রি. দুইদিনব্যাপী ‘বিগ ডাটা ও মেশিন লার্নিং বিয়য়ক প্রথম জাতীয় কর্মশালা’ (1st National Workshop on Big Data and Machine Learning; BDML-2020) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ৯ ডিসেম্বর (বুধবার)সকাল ১১টায় উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে থাকবেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি থাকবেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামান, চুয়েটে নির্মাণাধীন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) সৈয়দ জহুরুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এলআইসিটি’র প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) মো. রেজাউল করিম, আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ও গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং বিডিএমএল-২০২০ কর্মশালার উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিডিএমএল-২০২০ কর্মশালার অরগ্যানাইজিং চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন। প্রসঙ্গত, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে এবারের বিডিএমল-২০২০ অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালা আয়োজনে সার্বিক সহযোগিতায় থাকছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং এলআইসিটি। টেকনিক্যাল কো-স্পন্সর হিসেবে থাকছে আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার।

দুইদিনব্যাপী জাতীয় কর্মশালার প্রথমদিনে কী-নোট স্পিকার হিসেবে অংশ নিবেন যুক্তরাষ্ট্রের ডালাসের ইউনিভার্সিটি অফ টেক্সাসের এরিক জনসন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স-এর প্রফেসর জন এইচ.এল. হ্যানসেন (Prof. John H.L. Hansen) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসাইন।

দ্বিতীয় দিনে কী-নোট স্পিকার হিসেবে অংশ নিবেন অস্ট্রেলিয়ার লা-ট্রোব ইউনিভার্সিটির (La Trobe University) কম্পিউটার সায়েন্স অ্যন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের এডজাঙ্ক প্রফেসর ড. পল ওয়াটার্স (Prof. Dr. Paul Watters), চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং জাপানের ওসাকা ইউনিভার্সিটির প্রফেসর ড. আতিকুর রহমান আহাদ। এছাড়া দুইদিনে ৮ টি টেকনিক্যাল সেশন, ৭ টি ইনভাইটেড টক্স এবং ২ টি টিউটোরিয়াল সেশন অনুষ্ঠিত হবে।

এদিকে আগামী ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টায় উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালনা (সচিব) হোসনে আরা বেগম, এনডিসি।

অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে থাকবেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি থাকবেন চুয়েটে নির্মাণাধীন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) জনাব সৈয়দ জহুরুল ইসলাম, বিডিএমএল-২০২০ কর্মশালার উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসাদুজ্জামান, আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এম. শামীম কায়সার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এলআইসিটি’র ইমার্জিং টেকনোলজি স্পেশালিস্ট জনাব জহিরুল আলম তায়েমুন, কর্মশালার স্টুডেন্টস রিসার্চ শেয়ারিং সেশনের চেয়ার ড. ইকবাল এইচ. সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিডিএমএল-২০২০ কর্মশালার অরগ্যানাইজিং চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.