চবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ 

0

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় তারা  ‘মুক্তিযুদ্ধ ও ভাস্কর্য বাংলার ঐতিহ্য’, ‘মুক্তিযোদ্ধার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’ শীর্ষক স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে তীব্র প্রতিবাদ জানান ।

আজ রবিবার (৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় অনতিবিলম্বে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত মানেই বাংলাদেশের ওপর আঘাত। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে এমন কেউ এ আঘাত সহ্য করতে পারে না। দ্রুত দুষ্কৃতিকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেনেটিল ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক লায়লা খালেদা আঁখি, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আবদুল ওয়াহেদ চৌধুরী পিলু, সহকারী প্রক্টর কাজিম নুর সোহাদ, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম খান, আইন বিভাগের শিক্ষক হাসান মুহাম্মদ রোমেন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.