চসিক নির্বাচনঃ চলতি সপ্তাহেই তারিখ ঘোষণা

0

জুবায়ের সিদ্দিকীঃ করোনাভাইরাস সংক্রমনের কারনে চসিক নির্বাচন ভোট গ্রহণের এক সপ্তাহ আগে স্থগিত ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলছে, করোনার কারনে আর কোন নির্বাচন আটকে থাকবে না। করোনা প্রাদুর্ভাবের মধ্যেই চসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা গেছে, এ সপ্তাহেই ভোটের তারিখ ঘোষণা হতে পারে। প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া খোরশেদ আলম সুজনের মেয়াদ শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারী। স্থানীয় সরকার আইন অনুযায়ী ২য়বার প্রশাসক নিয়োগের সুযোগ নেই।

তাই ১৮০ দিনের মধ্যেই এখানে নির্বাচন সম্পন্ন করতে হবে। সারাবিশ্বের মতো দেশে আবার কারোনার সংক্রমন বেড়েছে। চলছে মহামারির দ্বিতীয় ঢেউ। চট্টগ্রামেও বাড়ছে দিন দিন করোনা সংক্রমন। আর সাংবিধানিক বাধ্যবাধকতায় এই মহামারির মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে চসিক নির্বাচন।

নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ ও সংরক্ষিত কান্সিলরের ৫৫ পদে ২৫৯ জন প্রার্থী রয়েছেন। করোনার প্রথম ঢেউ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রতিদ্বন্ধি প্রার্থীরা মাঠে সক্রিয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.