‘হেলথ কেয়ার হিরো’ সম্মাননা পেলেন ডা. বিদ্যুৎ বড়ুয়া

0

সিটি নিউজঃ করোনা যুদ্ধে বিশেষ অবদান রাখায় এবার ওয়ালটন ‘হেলথ কেয়ার হিরো’ সম্মাননা পেলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া।  বেশ কিছু চিকিৎসক ও নার্সকে ‘হেলথ কেয়ার হিরো’ সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশের করোনাকালে স্বাস্থ্যসেবা প্রদানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও প্রধান নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়াকে সম্মাননা প্রদান করেছে।

উক্ত অনুষ্ঠানে অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, বাংলাদেশ ডায়বেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান, ওয়ালটন’র পরিচালক মাহবুবুল আলম। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ এ বি এম আব্দুল্লাহ অনলাইনে যুক্ত ছিলেন।

গত ২৫ ডিসেম্বর ওয়ালটন গ্রুপ ঢাকার বসুন্ধরায় কর্পোরেট অফিস হল রুমে সম্মাননা প্রদান অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

উল্লেখ্য, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া মার্চ-এপ্রিলে বাংলাদেশ করোনা ক্রান্তিকালে একক উদ্যোগে সাধারণ মানুষকে সাথে নিয়ে মাত্র ১৫ দিনে চট্টগ্রামে গড়ে তুলেছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল।  প্রায় ১৬৫০ এর অধিক রোগীদের সবকিছু বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি অক্সফাম বাংলাদেশের কনসালট্যান্ট হিসেবেও কাজ করছেন। তিনি সুইডেন এর বিখ্যাত কারোলিন্সকা মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন প্রবাসেও জনস্বাস্থ্য বিষয়ে কাজ করেন।

বর্তমানে ডা: বিদ্যুৎ বড়ুয়া করোনার দ্বিতীয় ধাপে মানুষের বাসায় গিয়ে চিকিৎসা সেবা দেওয়ার জন্য চিকিৎসক ও নার্স এর সমন্বয়ে ‘হোম হসপিটাল’ প্রজেক্ট চালু করেছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ আওয়ামী লীগ’র স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.